নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট’ এ সমাবেশের আয়োজন করে। এ সময় ওই ইউনিয়নের শতাধিক গর্ভবতী ও মা উপস্থিত ছিলেন। ইউনিসেফ ও কোইকা’র সহযোগিতায় এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ। এ সময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম, কবির হোসেন, সংস্থার পিএসডি মো. সবুজ আহমেদ, এফপি আই মাসুদ রানা, ফজিলা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
পরে মায়েদের বিনামূল্যে রক্তের হিমোগ্লোবিন, ব্লাড সুগার, রক্তের গ্রুপ নির্নয় ও এএনসি পরীক্ষা শেষে ওষুধ বিতরণ করা হয়।