নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ‘সখীপুর-গোপিনপুর’ সড়কের উপজেলার মহান্দনপুর বাজারে বণিক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। এসময় তঁারা ওই বণিক সমিতির সদস্য শরিফ ও লুৎফর রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বাজার বণিক সমিতির সভাপতি শাহ-আলম মিয়ার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক বিএবিএড, গোলাম মোস্তফা, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন, ইউপি সদস্য জয়নাল আবেদিন, হাফিজ উদ্দিন, প্রধান শিক্ষক কামরুল হাসান. রবিন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য দেন।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শরিফ ও লুৎফর বাজারের ব্যবসায়ী। তাঁরা অত্যান্ত নম্র ও ভদ্র। একটি ষড়যন্ত্রকারী মহল তাদেরকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। মূলত তাঁরা ঘটনার সাথে জড়িত নয়। এজন্য মিথ্যা ও সাজানো মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করার দাবি জানান। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, মামলাটি টাঙ্গাইল আদালতে করা হয়েছে। এ মামলায় এক জনকে গ্রেফতারও করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বলা যাবে কে কে এর সাথে জড়িত। তবে নিদোষ কেউই হয়রানির শিকার হবে না।
প্রসঙ্গত, প্রায় আড়াই মাস আগে উপজেলার বাসার চালা গ্রামে আতিকুল ইসলামের স্ত্রী চায়না আক্তার (২৫) বিষপানে আত্মহত্যা করে। আতিকুলের দাবি তাঁর স্ত্রীকে ওই গ্রামের মৃত উসমান আলীর ছেলে ইমান আলী, লতিফ মিয়ার ছেলে শরিফ এবং খোরশেদ আলমের ছেলে লুৎফর মিলে তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্ত্রীকে চুরির অপবাদ দেওয়া হয়। অপবাদ সহ্য করতে না পেরে চায়না বিষপানে আত্মহত্যা করে।

