
- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাধারণ পাঠাগার মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এক আলোচনা সভা করে। সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণির সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (অব.) মুক্তিযোদ্ধা আমির উদ্দিন। এছাড়াও কাদেরিয়া বাহিনী’৭১ এর সাবেক বেসামরিক প্রধান হামিদুল হক বীরপ্রতিক, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ইউএনও মৌসুমী সরকার রাখী, ওসি মাকছুদুল আলম, ডেপুটি কমান্ডার শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ এপ্রিল তৎকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে সখীপুরে প্রথম মুক্তিবাহিনী গঠন করা হয়। পরে মে মাসের দিকে ওই ১০জন কাদেরিয়া বাহিনীতে যোগ দেন।