নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৫১তম বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৭১ সালের ২০ এপ্রিল সখীপুরের ১০জন ছাত্র আনুষ্ঠানিকভাবে দেশ স্বাধীনের লক্ষ্যে মুক্তিবাহিনীর স্থানীয় ইউনিট গঠন করেন। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে স্থানীয় কোকিলা পাবর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগীদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
বিকেলে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি হারুন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, ইউএনও ফারজানা আলম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রিন্সিপাল আলীম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ বক্তব্য দেন।
–এসবি/ডেস্ক