
সখীপুর (টাঙ্গাইল), ৩০ ডিসেম্বর: টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল হত্যার তিন বছর পূর্ণ হল। দীর্ঘ তিন বছরেও মোস্তফা কামাল হত্যাকা-ের কোনো ক্লু পাওয়া যায়নি।
এদিকে খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। দুপুর সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।
সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপেিত্ব সমাবেশে বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয়, হামিদুল হক বীরপ্রতিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার এম ওসমান গণি, মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, পৌর কমা-ার এসএম মোত্তালিব মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা মোস্তফা কামালের খুনিদের আগামী এক মাসের মধ্যে গ্রেপ্তারের জন্যে প্রশাসনকে সময়সীমা বেধে দেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে বক্তারা জানান। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা ইউএনও মৌসুমী সরকার রাখীর হাতে তারা স্মারকলিপি তুলে দেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ২০১৪ সালের ২৭ নভেম্বর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে যোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
গত ১ ডিসেম্বর দুপুরে নিজ গ্রামের একটি বনের পাশে তাঁর ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওইদিন রাতেই তার একমাত্র ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সখীপুর থানায় খুনের মামলা করেন।
মামলটি গত তিন বছরে সখীপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হয়ে বর্তমানে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত করছে।
এ বিষয়ে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ‘মামলাটি নিয়ে জোর তদন্ত চলছে। আশা করা যায় খুব দ্রুত একটা ফলাফল পাওয়া যাবে।’