নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তির উৎসব ও সুবর্ণ মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সমাবেশে বিশিষ্ট ছয় বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর মেয়র সংবর্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, বীর মুক্তিযোদ্ধা এসএম আবদুল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বক্তব্য দেন। এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, অফিসার ইন-চার্জ রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন গল্প তুলে ধরে বক্তব্য দেন।