ইসমাইল হোসেনঃ
সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় মতিউর রহমান (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা- সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ি মোড় নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং কাহারতা মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সখীপুর থেকে মালবাহীএকটি ট্রাক কচুয়া দেওয়ান বাড়ি মোড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।