23.2 C
Dhaka
Wednesday, January 7, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপু‌রে মোবাইল ফোনে শিক্ষককে অব্যাহত হুমকি

জাতীয়সখীপু‌রে মোবাইল ফোনে শিক্ষককে অব্যাহত হুমকি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাই‌লের সখীপুরে এক শিক্ষক‌কে মোবাইল ফো‌নে প‌রিবারসহ অপহরণ ও হত্যার অব্যাহত হুমকি দিয়ে আস‌ছে অজ্ঞাত সন্ত্রাসীরা। গত ৩৮ দিন ধ‌রে সন্ত্রাসীরা নিয়‌মিত ফোন ক‌রে তাঁর কা‌ছে সাত লাখ টাকা দা‌বি ক‌রছে। ওই শিক্ষ‌কের নাম ফজলুল হক শিকদার (৪৮)। তি‌নি উপ‌জেলার প্র‌তিমা বংকী ফা‌যিল (ডি‌গ্রি) মাদরাসার গ‌নিত বিষ‌য়ের শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষক সখীপুর থানায় লি‌খিত অ‌ভি‌যোগ করে‌ছেন। কিন্তু ঘটনার ৩৮দিন পে‌রি‌য়ে গে‌লেও পু‌লিশ রহস্য উদঘাটন কর‌তে পা‌রে‌নি।

এ‌দি‌কে অব্যাহত হুমকির মুখে ওই পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। নিরাপত্তার অভাবে  ওই শিক্ষ‌কের দুই সন্তান শিক্ষাপ্র‌তিষ্ঠা‌নে যাওয়া বন্ধ করে দিয়েছে। এদিকে গত ১৯ সেপ্টেম্বর শিক্ষক ফজলুল হক ব্রেইন‌স্ট্রোক ক‌রে গুরুতর অবস্থায় ঢাকার এক‌টি বেসরকা‌রি হাসপাতা‌লে আই‌সিইউ‌তে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। এরপরও সন্ত্রাসীরা হুম‌কি দি‌য়েই যা‌চ্ছে। পরিবারের দাবি অব্যাহত হুমকিতেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
ওই শিক্ষ‌কের পরিবারের সদস্য ও পু‌লি‌শের স‌ঙ্গে কথা ব‌লে জানা যায়, গত ১৭ আগস্ট রাত ৯টার দি‌কে অজ্ঞাত নম্বর থেকে মোবাইল ফোনে শিক্ষক ফজলুল হ‌কের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা দেওয়া না হলে ওই শিক্ষক ও তাঁর ছে‌লে শাহ‌রিয়ার হক তূর্যকে অপহরণের পর হত্যা করবে বলে হুমকি দেয়। প‌রের দিন ১৮ আগস্ট এ বিষ‌য়ে সখীপুর থানায় অ‌ভি‌যোগ করা হয়। প‌রে  সন্ত্রাসীরা গত ৯ সে‌প্টেম্বর রা‌তে ওই শিক্ষ‌কের থাকার ঘ‌রের সাম‌নে দাহ্য পদার্থ ঢে‌লে দি‌য়ে যায়। এ ছাড়া ১১ সে‌প্টেম্বর রা‌তে বাড়ির এক‌টি ঘ‌রে আগুন ধ‌রি‌য়ে দেওয়ার চেষ্টা ক‌রে সন্ত্রাসীরা। এসব ঘটনায় ওই পরিবারের সদস্যরা আরও আতঙ্কিত হয়ে পড়েন। প‌রে গত ১৯ সে‌প্টেম্বর শরী‌রের একপাশ অবশ হ‌য়ে শিক্ষক ফজলুল হক হাসপাতা‌লে ভ‌র্তি হন। বর্তমা‌নে তি‌নি আই‌সিইউ‌তে র‌য়ে‌ছেন।

শ‌নিবার ‌শিক্ষক ফজলুল হ‌কের ভা‌তিজা আবদুল্লাহ আল মামুন ব‌লেন, গত বৃহস্প‌তিবারও হুম‌কির ফোন এ‌সে‌ছে। তাঁ‌দের না‌কি ২০জ‌নের এক‌টি দল র‌য়ে‌ছে, ওই দলের খরচের জ‌ন্যে টাকা প্র‌য়োজন ব‌লে সন্ত্রাসীরা দা‌বি ক‌রে। কারা এবং কী কারণে আমাদের এ হুমকি দিচ্ছে তা জানি না। তাদের উদ্দেশ্য কী, কিছুই বুঝতে পারছি না।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ‌কে সাইদুল হক ভূঁইয়া ব‌লেন, অ‌ভি‌যোগ‌টি তদন্ত কর‌তে গি‌য়ে মোবাই‌লের কল‌লিস্ট ধ‌রে আমরা বেশ ক‌য়েকজন‌কে জিজ্ঞাবাদ ক‌রে‌ছি। কিন্তু ঘটনার সঙ্গে তাঁ‌দের সম্পৃক্ততা খোঁ‌জে পাওয়া যায়‌নি। তাই অ‌ধিকতর তদ‌ন্তের স্বা‌র্থে অ‌ভি‌যোগ‌টি ডি‌বি‌তে হস্তান্তর কর‌বো। সে অনুযায়ী প্র‌ক্রিয়া চল‌ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles