নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিস্ময়কর আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। তার উপরের অংশ মানুষের আকৃতির এবং নিচের দুই পা মৎসকন্যার আকৃতি। শিশুটি দেখতে অনেকটা মৎসকন্যার মত হওয়ায় লোকজন ওই বিস্ময় শিশুকে মৎসকন্যার জন্ম হয়েছে বলে ধারনা করছেন। গত রোববার সন্ধ্যায় স্থানীয় লাইফকেয়ার ক্লিনিক এন্ড হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে ওই শিশুটি জন্ম নেয়। তবে জন্মের আড়াই ঘণ্টা পরই শিশুটি মারা যায়।
ওই ক্লিনিকের চিকিৎসক আবদুস সাত্তার পারভেজ বলেন, শিশুটি মূলত ‘মারমেইড সিনড্রোম’ এ আক্রান্ত। ‘মারমেইড সিনড্রোম’ -এর আভিধানিক অর্থ হচ্ছে মৎস্যকন্যা। এ ধরনের শিশুদের ‘মৎস্যকন্যা’ বলে অভিহিত করা হয়ে থাকে। ওই শিশুর মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং নিচের অংশ মাছের লেজের মত। তাদের দুটি পা জোড়া লাগানো থাকে এবং প্রজনন অঙ্গ থাকে না। ফলে লিঙ্গ চিহ্নিত করা যায়না।
জানা যায়, উপজেলার বাঘেরবাড়ি গ্রামের একজন কৃষকের স্ত্রী ওই শিশুটির জন্ম দেন। জন্মের আড়াই ঘন্টা পর শিশুটির মৃত্যু হলে রাতেই তাকে দাফন করা হয়েছে।