সাইফুল ইসলাম সানি: সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক সাক্ষরিত ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আগামী তিনমাসের জন্য এ কমিটিতে এমএ সবুরকে আহ্বায়ক, মো. আলমাস আজাদ ও সজীব আহমেদকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এদিকে কমিটির ঘোষণার খবরে আজ সোমবার বিকেলে উপজেলা যুবলীগ আনন্দ মিছিল বের করবে বলে জানা গেছে। নেতাকর্মীরা জানান, আনন্দ মিছিলটি মোখতার ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

এসবি/সানি