নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোকছেদ আলী (৮২) মৃত্যু বরণ করেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি উপজেেলার কচুয়ায় বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন। বীরমুক্তিযোদ্ধা মোকছেদ আলীকে রবিবার দুপুর দুইটায় কচুয়া ফকিরবাড়ি জামে মসজিদ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি সখীপুর পত্রিকা এজেন্ট শাহীনুর আলমের বাবা। জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসমাউল হুসনা লিজাসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।