- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ দিবস উপলক্ষে “সখীপুর বাঙলা সংসদ” এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বাঙলা সংসদ ও সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সরকারি সা’দত কলেজের উপাধ্যক্ষ ও চর্যা গবেষক অধ্যাপক আলীম মাহমুদ, সখীপুর আবাসিক মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোসলিমা খাতুন, সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, শামীম আল মামুন, বাঙলা সংসদের সম্পাদক খলিল রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেবিএম রুহুল আমিন। সন্ধ্যায় এ উপলক্ষে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন আবাহন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।