সাইফুল ইসলাম সানি: সখীপুরে একটি লাইব্রেরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তক্তারচালা বাজারের নাহিদ লাইব্রেরীতে বৈদ্যুতিক মিটার বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন ছড়িয়ে যাওয়ার পূর্বেই স্থানীয় জনতা ও সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার তক্তারচালা বাজারের হুমায়ন কবিরের নাহিদ লাইব্রেরীর বিদ্যুতের মিটারটি হঠাৎ করেই বিষ্ফোরণ ঘটে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ও সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে ওই লাইব্রেরীর একটি অংশ পুড়ে যায়।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ওই লাইব্রেরীর মালিক হুমায়ন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ওই বাজারের ব্যবসায়ী সহিদুর রহমান ঝন্টু বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বোচ্চ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সখীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান লোকমান হোসেন জানান, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষতির পরিমাণ এখনই সঠিক বলা যাচ্ছেনা।
এসবি/সানি