নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল, জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে সখীপুরের সাতটি মসজিদের ইমাম ও তিনজন মুসলিম নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ১০জন প্রশিক্ষণ নেন। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মাকছুদুল হক বলেন, প্রশিক্ষণে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মৃত ব্যক্তিকে কীভাবে দাফন ও কাফন করানো হবে, এ ধরনের সব নিয়ম-কানন ও প্রস্তুতির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, সখীপুরে বুধবার বিকেল পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। যদি কেউ এ রোগে আক্রান্ত হয়ে মারা যান তাহলে ওই মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা সব কার্যক্রম পরিচালনা করবেন। মৃত ব্যক্তি নারী হলে ওই তিন প্রশিক্ষিত নারী দায়িত্ব পালন করবেন।