নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সখীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে নির্ভয়ে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করা নিয়ে বক্তব্য করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। এ সময় আরও বক্তৃতা করেন উপ-পরিদর্শক মো. মাসুদ রানা, পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকারসহ বিভিন্ন ইউনিয়ন এর প্রতিনিধিরা।

এবছর সখীপুর উপজেলার বিভিন্ন স্থানে ২৮ টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, সারা দেশের মতো সখীপুরেও যথাযথ ভাবে পূজা উদযাপন করা হবে। জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সকল প্রকার আইন শৃঙ্খলা জোরদার করা হচ্ছে। আশা করছি পূজা উদযাপন করা নিয়ে কোথাও কোন বিশৃঙ্খলা দেখা দিবে না।