নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ৫৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার ছোট চওনা ঢনঢনিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষাবান্ধব সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সময়’ বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছোট চওনা ঢনঢনিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ এর সভাপতিত্বে ও জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা যুবলীগের সহসম্পাদক মোর্শেদ মজনু, সময় সংগঠনের সভাপতি-সম্পাদক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেধা বৃত্তিতে উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণকারীদের মধ্যে ৩য়, ৪র্থ , ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে মোট ৫৬ জনকে মেধা তালিকায়’ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
এসবি/সানি