নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সংঘর্ষে শিক্ষার্থী, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশসহ অন্তত নয়জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গুরুতর আহত এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে টাঙ্গাইল পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা পৌরসভার মোখতার ফোয়ারা চত্বরে এসে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে ফোয়ারা চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ শেষে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ফোয়ারা চত্বরে এসে বিক্ষোভ করতে থাকে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়ে মারে। এতে তিন পুলিশ সদস্য আহত হোন। এদিকে সংঘর্ষের সময় তীর শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা সাগর ইসলাম সিজার (৩০) ও পৌর কাউন্সিলর বাদল হোসেন বাদু আহত হয়েছেন।
তিন পুলিশ সদস্য সামান্য আহত হওয়ার কথা স্বীকার করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশ দুই রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
-এসবি/সানি