নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) এর আওতায় উপজেলার ৩০ টি মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে ফ্যান বিতরণ করা হয়েছে । শুক্রবার (১৩ মে) বিকেলে সখীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বিতরণ অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, ইউটিএফ লুৎফর রহমান, পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, সূর্যতরুন শিক্ষাঙ্গান স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।