নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কালের কণ্ঠের শুভসংঘ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে মুখতার ফোয়ারা চত্বরে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। মডার্ণ ডক্তরস ক্লিনিক এ কর্মসূচির সার্বিক সহযোগিতা করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার রাখী, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউল ইসলাম খান, মডার্ণ ডক্তরস ক্লিনিকের স্বত্ত্বাধিকারি ডা. আনোয়ার হোসেন, অধ্যক্ষ রেনুবর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, শুভসংঘের সভাপতি খলিলুর রহমান রুবেল, সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউল ইসলাম খান জানান, দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।