নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে শুরু হয়েছে শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে সখীপুর স্পোর্টস একাডেমীর উদ্যোগে উপজেলার মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বিএ বিএড। এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক কামরুল হাসান, ওসমান গণি, কৃষ্ণ বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। সখীপুর স্পোর্টস একাডেমী পরিচালক টাইগার নজরুল জানান, প্রতিভাবান ফুটবলার বের করে আনতে আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট। আগামি ২৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। উদ্বোধনী খেলায় ভুয়াপুর নজরুল সেনা মুখোমুখি হয় সখীপুরের মৌশা ফুটবল একাডেমী। দারুণ প্রতিদ্বন্দ্বিতায় চলতে থাকে দু দলের খেলা। নির্ধারিত সময়ে দুটি দলই ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে ভুয়াপুর নজরুল সেনা জয় লাভ করে।
