নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সখীপুর উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। আনন্দ শোভাযাত্রা শেষে স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ অধ্যক্ষ রফিক-ই- রাসেল, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আনসার আসিফ অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাচন অফিসে দলীয় দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।