ইসমাইল হোসেনঃ সখীপুরে শ্বশুরের জানাজা পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাতার (মেয়ের জামাই) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কুতুবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাতা মো. আব্দুল আলীম (৫০) ওই এলাকার মৃত কায়েম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আলীম মিয়া বড়চওনা গ্রামে তার শ্বশুর সেকান্দর আলীর (৯৫) জানাজা পড়তে যায়। জানাজা শেষে অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে কুতুবপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে আলীম মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীম মিয়াকে মৃত ঘোষণা করেন।