সাইফুল ইসলাম সানি: সখীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডাকবাংলো চত্বরে উপজেলা অটোরিকশা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি এবং আলহাজ আমিনুর রহমান আমিন প্রধান আলোচক ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, এলজিইডি’র সহকারী সচিব আমিন শরীফ সুপন, ওসি আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অটোরিকশা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল সিদ্দিকী। বিকেল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মঞ্চ মাতানো শিল্পী মুনিয়া মুন।
এসবি/সানি