নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (১৮) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সাব্বির (২২) গুরুতর আহত হয়েছেন। নিহত আশিক উপজেলার দামিয়াপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে এবং কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার আলীম প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার সকালে আশিক ও তার মামা সাব্বির বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বানিয়ারসিট এলাকায় যাওয়ার পথে আড়াইপাড়া বাজারের কাছে পৌঁছলে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশিক ও সাব্বির গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে আশিকের মৃত্যু হয়। গুরুতর আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাসান তানজিম বলেন, হাসপাতালে আনার আগেই আশিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
