ইসমাইল হোসেন
সখীপুরে সরকারি সম্পদের অপব্যবহারের অপরাধে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, হাতিবান্ধা ইউনিয়নের
২ নং ওয়ার্ড়ের মেম্বার মোহাম্মদ আরিফ হোসেন অবাধে বেকু দিয়ে মাটি কেটে সরকারি সম্পদের অপব্যবহার করছে। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মোহাম্মদ আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।