
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে করোনা ভাইরাস প্রতিরোধ কোয়ারেন্টাইনে থাকা উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সহাস্রাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আইএসবি নামের একটি সমাজ উন্নয়নমূলক ফাউন্ডেশন। বুধবার সকালে গজারিয়া ইউনিয়ন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় নিরাপত্তা দূরত্ব বজায় রেখে ওই সংগঠনের পক্ষ থেকে প্রতিজনকে ৭ কেজি করে খাদ্য সামগ্রী তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিতরণকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ, আইএসবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান সাাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, মেডিকেল অফিসার ডা. সাকের আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুনসহ ছাত্র লীগের নেতাকর্মী ও আইএসবি ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।