নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী। গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ৮টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, মতিউর রহমান, তাইবুর রহমান, মামুন হায়দার, মোজাম্মেল হক সজল, সাইফুল ইসলাম সানি, জুয়েল রানা, মাহমুদুল হাসান রিমন প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি নজরুল ইসলাম নাহিদ, সম্পাদক ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম শাফলু, মুহাম্মদ আমিনুল ইসলাম, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক শরীফুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সোহেল রজতসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, আমি নতুন যোগদান করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উন্নয়ন অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
–এসবি/সানি