নিজস্ব প্রতিবেদক: সখীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সখীপুর বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মুজিব কলেজের প্রভাষক আলীম মাহমুদ জুনিয়রের বাসার দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ময়থাচালা এলাকায় এ ঘটনা ঘটে। এতে একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, দুটি দামি মোবাইল সেট, মানিব্যাগসহ ব্যাগে রাখা মোটর সাইকেলের স্মার্টকার্ড, ব্যাংকের ক্রেডিটকার্ড ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় দুই লক্ষটাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সখীপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা যায়, রাত প্রায় আড়াইটার সময় ঘুম ভেঙে গেলে দেখা যায় ঘরের দরজা খোলা লাইট জ্বালানো। টেবিলের উপর রাখা দুটি মোবাইল সেট ও ল্যাপটপ নেই। আশপাশের লোকজনকে ডাকাডাকি করলেও অন্যান্য রুমের বাহির থেকে সিটকারি লাগানো থাকায় দৌঁড়ে আসতে পারেনি কেউ। পরে আলীম মাহমুদ এবং তার স্ত্রী দৌঁড়ে গিয়ে সবার রুমের সিটকারি খোলে দিলে সবাই এগিয়ে আসে। রুমে গিয়ে দেখা যায় আলমারি ভেঙে স্ত্রীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার, মানিব্যাগ ও ব্যাগের অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আলীম মাহমুদ জুনিয়র বলেন, হয়তো বাহিরে থেকে যেকোন নেশাজাতীয় দ্রব্য দিয়ে স্প্রে করে আমাদের অচেতন করা হয়েছিল ৷