নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলামের বাবার নামে প্রতিষ্ঠিত পরান আলী স্মৃতি গ্রন্থাগারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বেড়বাড়ী বাজারে স্থানীয় ১৫০টি দুস্থ, অসহায় ও কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, সাংসদের সহোদর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর দুইদিন আগে স্থানীয় সাংসদ ব্যক্তিগত তহবিল থেকে সখীপুর ও বাসাইলের ১ হাজার ২০০জন অসহায় ও দরিদ্রকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।