সাইফুল ইসলাম সানি: সখীপুরে সাউন্ড সিস্টেমসহ দু’টি ট্রাক আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উচ্চ ভলিউমে গান বাজিয়ে ও বেপরোয়াভাবে যুবকরা নাচানাচি করে সখীপুর পৌর শহর অতিক্রম করার সময় ট্রাক দু’টি আটক করা হয়। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ঈদের স্বাভাবিক আনন্দ বিঘ্নিত করায় ও গাড়িতে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ওই গাড়ির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হবে। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান ঈদের আগেরদিন হতে রাস্তায় বা রাস্তার মোড়ে উচ্চ শব্দে সাউন্ড বক্স, মাইকে গান বাজানো, আতশবাজি, পটকা ফুটানো, ইভটিজিং ও অশালীন কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেন। ঈদের স্বাভাবিক আনন্দে যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য সখীপুরবাসীর নিকট সহযোগিতাও কামনা করেন তিনি। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।
এসবি/সানি