29 C
Dhaka
Wednesday, November 19, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে সানস্টার ইয়ং ক্লাবের সভাপতি-আবিদ সম্পাদক জুয়েল

সখীপুরসখীপুরে সানস্টার ইয়ং ক্লাবের সভাপতি-আবিদ সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সানস্টার ইয়ং ক্লাবের (নিবন্ধন নং টস-০৩৩৯) দুই বছরের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। বেঙ্গল গ্লাস ওয়ার্কস লি. এর সিনিয়র ফার্নেস ইঞ্জিনিয়ার প্রকৌশলী আবিদ হোসেনকে সভাপতি এবং হতেয়া এইচ.এইচ.ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যদের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম কতৃক স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন করা হয়। পূর্বের কমিটির সভাপতি ও সম্পাদককে পুনরায় দায়িত্ব দিয়ে সানস্টার ইনিস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে এ কমিটি ঘোষণা করা হয়। সানস্টার ইয়ং ক্লাবের সভাপতি প্রকৌশলী আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সানস্টার ইয়ং ক্লাবের সাবেক সভাপতি ও ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আহাম্মদ আলী বিএসসি, প্রতিষ্ঠাতা সদস্য ও ইছাদিঘীপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, সাবেক সভাপতি ও সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আজাহারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা সদর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলাম শফি, প্রতিষ্ঠাতা সদস্য ও আওলাতৈল দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. মো. আতাউর রহমান। এছাড়াও সংগঠন ও অঙ্গসংগঠনের কার্যকরি পরিষদ, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, সাধারণ সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এসআইটবিএম এর শিক্ষক মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ই বাংলাদেশের পার্লামেন্টারি কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. শাহ জামাল, অর্থ বিষয়ক সম্পাদক দক্ষিণ ঘোনারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবলী সাদিক, ক্রীড়া সম্পাদক তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএসএস তৌফিকুল এহসান তুষার, সহ-ক্রীড়া সম্পাদক সরকারি সা’দত বিশ্ববিদ্যালয়ে এমএ (ইংরেজি) অধ্যয়নরত নিশাত সোবেহ দীপ, দপ্তর সম্পাদক বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত সৈকত আলম, প্রমোদ ও সমাজ কল্যাণ সম্পাদক সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ মো. আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সরকারি তিতুমীর কলেজে অনার্স এ অধ্যয়নরত আমিনা আক্তার এ্যানি, কার্যকরী সদস্য (১) পাট গবেষণা মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী মোসলেম উদ্দিন, কার্যকরী সদস্য (২) কালিয়া ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহাম্মদ আলী বিএসসি, কার্যকরী সদস্য (৩) সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস মিয়া।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles