নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সানস্টার ইয়ং ক্লাবের উদ্দ্যোগ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে, সাড়াসিয়া ও বাসারচালা এলাকায় এ বিতরণ কার্যক্রম চালানো হয়। সানস্টার ও তার অঙ্গ সংগঠনের কার্যকরি পরিষদের সদস্যরা টিম গঠন করে গ্রামের প্রতিটি ঘরে ঘরে সচেতনামূলক লিফলেট এবং মাস্ক পৌঁছে দেন। এ কার্যক্রমের উদ্ভোধনে উপস্থিত ছিলেন সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৬ নং কালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো. আ. কুদ্দুস মিয়া, সানস্টার ইয়ং ক্লাবের সভাপতি প্রকৌশলী আবিদ হোসেন, সানস্টার ফার্মার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম, সা. সম্পাদক মো. সেলিম মিয়া, সানস্টার বিজ্ঞান ক্লাবের সভাপতি মোশারফ হোসান, সানস্টার ইঞ্জিনিয়ারস স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. বাবুল, সানস্টার ইয়ং ক্লাবের সা. সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সম্পাদক প্রকৌশলী শাহজালাল, কোষাদক্ষ শিবলী সাদিক, প্রমোদ ও সমাজকল্যাণ সম্পাাদক মো. আরিফ, ক্রীড়া সম্পাদক তৌফিকুল এহসান তুষার, সহ ক্রীড়া সম্পাদক দ্বীপ, দপ্তর সম্পাদক সৈকত আলম, কালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সা. সম্পাদক ও সানস্টারের সদস্য মো. শরীফ প্রমুখ। সানস্টার ইয়ং ক্লাবের সা. সম্পাদক জুয়েল রানা বলেন, গ্রামে বিদেশ ফেরতের সংখ্যা বেশি। এ জন্য করোনা ভাইরাস সম্পর্কে শুধু শহর নয়, গ্রামকেও সচেতন করার লক্ষ্য আমাদের এ কার্যক্রম।