21 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে সানস্টার জনকল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন

সখীপুরসখীপুরে সানস্টার জনকল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের সুবিধবঞ্চিত মানুষের কল্যাণে ও সমাজের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সানস্টার জনকল্যাণ ফাউন্ডেশন। টাঙ্গাইলের সখীপুরে নিভৃত পল্লী সাড়াসিয়াতে এর কার্যালয়। ফাউন্ডেশনটি জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্ম’স কর্তৃক নিবন্ধিত (নিবন্ধন নম্বর ১৩৭৩০/২০২১)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সানস্টারের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের নয় সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ কমিটি ঘোষণা করা হয়। সানস্টার ইয়ং ক্লাবের সভাপতি আবিদ হোসেনের সভাপতিত্বে এবং তিনিই এ কমিটি ঘোষণা করেন। এতে মো. আ. কুদ্দুস মিয়াকে সভাপতির ও জুয়েল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও প্রকৌশলী আবিদ হোসেনকে সহ-সভাপতি, মোহাম্মদ রেজাউল করিমকে অর্থ সম্পাদক, সেলিম আহমেদকে সাংগঠনিক সম্পাদক, মো. সেলিম মিয়াকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, মোশারফ হোসাইনকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আহাম্মদ আলী বিএসসি এবং মো. আজহারুল ইসলামকে উন্নয়ন পর্যবেক্ষক করা হয়।

কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, ফাউন্ডেশন যেহেতু একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। সেহেতু এখানে পদ নয় কাজই মূখ্য। সংগঠনে বিভিন্ন দল, মত ও আর্দশের মানুষ থাকবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে এক। সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান। ব্যক্তি সম্মান অর্জন না হয়ে, হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন।

কমিটির নব নির্বাচিত সভাপতি মো. আ. কুদ্দুস মিয়া তার বক্তব্যে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, মানবতার কল্যাণে আল্লাহ যেন ফাউন্ডেশনের সকলকে কবুল করে। ফাউন্ডেশনের কাজকে আরো গতিশীল করার জন্য সকলের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সানস্টার বিজ্ঞান ক্লাব, সানস্টার ফার্মার্স ক্লাব, সানস্টার পাঠাগারের সভাপতি ও সম্পাদকসহ সানস্টার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles