ইসমাইল হোসেন: সখীপুর উপজেলার সূরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের সূরীরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ আজাদ, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, এসআই আবু তাহের প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।