নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নারীদের সাবলম্বি করতে সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এভালন প্রপার্টিজ লি: এর আয়োজনে উপজেলার বহেড়াতৈল বাজারে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় সখীপুর প্রেসক্লাবের সভাপিত শাকিল আনোয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, ব্যবসায়ী সরোয়ার পারভেজ, বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ উদ্দিন, ব্যাংকার মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মনিরুজ্জামান মনির বলেন, চার মাসব্যাপি এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে সাবলম্বি করতে ৩০ জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে।


