20.2 C
Dhaka
Friday, January 9, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে স্কুলছাত্রী নিয়ে যুবক উধাও

সখীপুরসখীপুরে স্কুলছাত্রী নিয়ে যুবক উধাও

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে স্কুল পড়ুয়া ছাত্রীকে নিয়ে এক যুবক উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে অধ্যায়নরত।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভাতগড়া গ্রামের প্রবাসী জুব্বার মিয়ার ছেলে হাছান আলীর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে চলে তাদের এই প্রেমের সম্পর্ক। গত শুক্রবার বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে ওই দু’জন উধাও। তাদের অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ওই ছাত্রীর মা বলেন, আমার অবুঝ মেয়েটা ফুসলিয়ে হাছান নামের ছেলেটা ভাগিয়ে নিয়ে গেছে। গত শুক্রবার থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

হাছানের বাবা জুব্বার মিয়া মুঠোফোনে জানান, আমার ছেলে এ কাজটি করে ভুল করেছে। স্থানীয় ভাবে বসে এটি সমাধান করা হবে। তবে ওরা এখন কোথায় আছে সেটি আমাদেরও জানা নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওই ছাত্রী চলতি বছরে বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তবে প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার বিষয়টি জানা নেই। স্থানীয় একাধিক ব্যাক্তি অভিযোগ করেন, হাছান এলাকায় একজন চিহ্নিত বখাটে। ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধে সে জড়িত। সে জন্য প্রশাসনের কাছে এ অপরাধীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles