26.3 C
Dhaka
Saturday, April 19, 2025

সখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের...

সখীপুরে ধানক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের ধান...

সখীপু‌রে স্ট্যা‌ম্পে লিখে বাল্য‌বিয়ে ৪ জন‌কে জেল জ‌রিমানা

সখীপুরসখীপু‌রে স্ট্যা‌ম্পে লিখে বাল্য‌বিয়ে ৪ জন‌কে জেল জ‌রিমানা

নিজস্ব প্র‌তি‌বেদকঃ সখীপু‌রে স্ট্যা‌ম্পে লিখে বাল্য‌বিবাহ দেওয়ার অপরা‌ধে ৪ জন‌কে সাজা দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। শ‌নিবার দুপু‌রে ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী হা‌কিম ও সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ সাজা দেন। আদালত সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলার কা‌লিয়া ঘোনারচালা গ্রা‌মের আবদুস সাত্তা‌রের ছে‌লে নাসির উদ্দিনের সঙ্গে একই গ্রা‌মের মো.জামাল তালুকদা‌রে মে‌য়ে‌কে ৩০০ টাকার নন-জু‌ডি‌শিয়াল স্ট্যা‌ম্পে বি‌য়ে দেওয়া হয়। বর-ক‌নে দুজনই স্থানীয় এক‌টি বিদ্যাল‌য়ের দশম শ্রে‌ণির শিক্ষার্থী। প‌রে স্ট্যাম্প লেখক রু‌বেল মিয়া‌কে ৬ মা‌সের জেল দেওয়া হয়। বি‌য়ে পড়া‌নোর অপরা‌ধে আবুল কালাম ও বর-ক‌নের মা‌কে ১০হাজার টাকা করে জ‌রিমানা করা হয়। বর ও ক‌নে‌কে গাজীপুর কি‌শোর- কি‌শো‌রি উন্নয়ন কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আদাল‌তের নির্বাহী হা‌কিম আসমাউল হুসনা লিজা ব‌লেন, বাল‌বিবাহ দেওয়ার অপরা‌ধে ৪ জন‌কে সাজা দেওয়া হ‌য়ে‌ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles