
নিজস্ব প্রতিবেদক: সখীপুরে মৌসুমী আক্তার (২২) নামের এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। রোববার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে কীটনাশক পানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সোমবার সকালে ওই গৃহবধূর মা আফরোজা বেগম সখীপুর থানায় চারজনের নামে আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন। মামলার পরই উপজেলার কুতুবপুর গ্রামের বাড়ি থেকে ওই গৃহবধূর স্বামী সোনালী মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, উপজেলার কুতুবপুর গ্রামের সোনালী মিয়া তার স্ত্রী মৌসুমীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ঘটনার দিন বিকেলে তাদের সঙ্গে ঝগড়া হলে সন্ধ্যায় মৌসুমী কীটনাশক পান করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাতে সে মারা যায়। মৌসুমী ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামের শামসুল হকের মেয়ে। এ ব্যাপারে সোমবার সকালে ওই গৃহবধূর মা আফরোজা বেগম স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের নামে সখীপুর থানায় আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘স্বামী সোনালী মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।’
-এসআইএস/এসএ