নিজস্ব প্রতিবেদক: বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলামের পিতা মরহুম পরাণ অালী মেম্বার স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেড়বাড়ি বাজারে স্থাপিত পাঠাগারটি সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা অা.লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, মহিলা অা.লীগের সভাপতি মোসলিমা খাতুন, উপজেলা অা.লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম অাতিকুর রহমান অাতোয়ার, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান অানসার অালী অাসিফ, মহিলা অা.লীগের সাধারণ সম্পাদক রিতা অাক্তার, জেলা ছাত্রলীগের যুগ্মঅাহবায়ক রনি অাহমেদ? যাদবপুর ইউন্নি অা.লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সোহানুর রহমান সোহেল প্রমুখ।
এসবি/শাকিল/সানি