সখীপুর উপজেলা পরিষদ মাঠে ডিসপ্লে প্রদর্শনের কয়েকটি আলোকচিত্র।
সাইফুল ইসলাম সানি: সখীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতার ৪৮তম বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার ভোরে দিবসটি উপলক্ষে কোকিলা পাবর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনী, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিকেলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাও প্রামান্য চিত্র প্রদর্শনের মাধ্যমে এর কার্যক্রম শেষ হয়।