ইসমাইল হোসেনঃ
সখীপুরে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি আমীর হোসেন, ঔষধ তত্বাবধায়ক নার্গিস আক্তার, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির উপজালে শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সম্পাদক রওশন আলী প্রমুখ বক্তব্য দেন।