নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কেক কাটা, শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, তাহেরুল ইসলাম ইয়ারুম, অধ্যক্ষ রেনুবর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, কৃষক লীগের সাবেক সভাপতি আবদুল মজিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহআলম সাজু, ছাত্রলীগ নেতা মির্জা শরীফ, সরকারি মুজিব কলেজের ছাত্র সংসদের জিএস রাসেল আল মামুন প্রমুখ বক্তব্য দেন। এ সময় উপজেলা আ.লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতাল শরীফ পান্না, শ্রমিক লীগের সভাপতি বাচ্চু শিকদার, যুবলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত শিকদার উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়। তাদের নাম ব্যানারেও লেখা হয়। কিন্তু তাঁরা সভায় যোগ দেননি।