নিজস্ব প্রতিবেদকঃ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক, জেলা যুবলীগের শিক্ষা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমাস আজাদ ও টাঙ্গাইল জেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার নজরুল ইসলাম (নূরু) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। আলমাস আজাদ মাথায় আঘাত পেয়েছেন। তার মাথায় অস্ত্রোপচারের মাধ্যমে ১০টি সেলাই করা হয়েছে। খন্দকার নজরুল ইসলাম নুরুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার ভোর ৫ টায় সখীপুর থেকে প্রাইভেট যোগে টাঙ্গাইল যাওয়ার পথে বাসাইল উপজেলার বাসুলিয়ার কুমারজানি নামক স্থানে ঘন কুয়াশার কবলে পড়ে চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে প্রাইভেট কারটি গাছের সঙ্গে প্রচন্ড ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এদিকে টাঙ্গাইল-৮ আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়াও তাদের দেখতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শুভাকাঙ্খীরা হাসপাতালে ছুটে যায়। আহতদের স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন। এসবি/ইসমাইল
