- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সড়ক দুর্ঘটনায় আলাল সিকদার (৪৫) নামের এক অটো-রিক্সা চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার বেড়বাড়ী-খোলাঘাটা সড়কের কাঙ্গালিছেও এলাকায় ব্রীজে উঠতে গিয়ে যাত্রীসহ অটো-রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আলাল সিকদার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাশুলিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়। নিহত আলাল সিকদার উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের মৃত ছাত্তার সিকদারের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।