
ইসমাইল হোসেন
সখীপুরে সড়ক দুর্ঘটনায় আলীম নামের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৭.৩০ দিকে উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীম বড়চওনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, আলীম বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে এক সিজারের রোগিকে রক্ত দিতে সখীপুর হাসপাতালের উদ্দ্যেশে বের হয়। পথিমধ্যে উপজেলার বেলতলী বাজার মোড়ে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে আলীম আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।