- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৯) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সখীপুর সড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার নলুয়া পূর্বপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। সে গত তিন মাস আগে সেনা সদস্য পদ থেকে অবসরে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সখীপুর থেকে মোটরসাইকেল যোগে তার বাড়ী নলুয়া যাওয়ার পথে বোয়ালীর হায়দার মেম্বারের বাড়ির পাশে চলন্ত মোটরসাইকেলের সামনে দিয়ে একটি কুকুর দৌড় দিলে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় তাঁর মাথার একপাশ থেতলে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকার সিএমইসে ভর্তি করলে রাত ৮ টার দিকে তাঁর মৃত্যু হয়।