- ইসমাইল হোসেন: সখীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নরেশ চন্দ্র সরকারকে সভাপতি ও গৌরাঙ্গ সরকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
সখীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। পলাশ বর্মনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাধন চক্রবর্তী, টাঙ্গাইল জজ আদালতের সরকারি কৌঁশলী অ্যাড. আনন্দ মোহন আর্য্য, চলচিত্র পরিচালক নিরাঞ্জন বিশ্বাস প্রমুখ।