নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসন ১৬ হাজার ৫১ জন উপকারভোগীর মধ্যে বিজিএফ চাউল বিতরণ করেছে। ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই ভিজিএফ বরাদ্দ দেয়। উপজেলার ১০ টি ইউনিয়নে ১১৪৩০ জন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪৬২১ জন উপকারভোগীকে ১০ কেজি হারে প্রতি পরিবারের মাঝে চাউল বিতরন করা হয়েছে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মো: আকতারুজ্জামান মহোদয় ও সখীপুর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল রনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম , বিভিন্ন ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং বিভিন্ন পরামর্শমুলক দিকনির্দেশনা দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম বলেন, হতদরিদ্র মানুষ যাতে পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারে সে বিবেচনায় সরকার এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
–এসবি/সানি