নিজস্ব প্রতিবেদক: সখীপুরে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে প্রায় ১৮ হাজার উপকারভোগী পাচ্ছেন ভিজিএফের চাল। বর্তমান সরকারের বরাদ্দকৃত এ চাল বিনামূল্যে বিতরণ করা হবে। ঈদের কয়েক দিন আগে থেকে অতিদরিদ্রদের মাঝে ভিজিএফের এ চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। পৌরসভায় চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসিল্যাণ্ড হা-মীম তাবাসসুম প্রভা, পৌরমেয়র, পৌরসচিব কামরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তাসহ ওয়ার্ড কাউন্সিলরগণ। এছাড়া ইউনিয়নগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসিল্যাণ্ড হা-মীম তাবাসসুম প্রভা,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ ট্যাগ অফিসারগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে ১৩ হাজার ২০১ জনের নামে ভিজিএফ কার্ড প্রদান করা হয়েছে। সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন, পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের নামে ভিজিএফ কার্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, সরকার ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে সখীপুর উপজেলার একটি পৌরসভায় ৪৬ মেট্রিক টন ও ৮টি ইউনিয়নে ১৩২ মেট্রিক টন, মোট ১৭৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এতে ১৭ হাজার ৮২২ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। সরকারী বিধিমতে যথারীতি ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে।


