নিজস্ব প্রতিবেদক: সখীপুরে এ পর্যন্ত ২১ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। আজ রোববার বিকেল পর্যন্ত ১৯ জনের ফলাফল প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে। এদের মধ্যে কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান সখীপুর বার্তাকে জানিয়েছেন। এদিকে আরও ২ জনের নমুনার ফলাফল প্রতিবেদন এখনো হাতে পাওয়া যায়নি বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, সখীপুরে এ যাবত ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও রিপোর্ট এসেছে ১৯ জনের। আল্লাহর রহমতে এদের কারও শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
